মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার অনলাইন ক্লাশ শুরু

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘসময় মাদরাসার ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ও আদব আখলাক ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এত একদিকে যেমন তাদের পড়াশোনার মনমানসিকতা নষ্ট হচ্ছে অপরদিকে বাড়ির পরিবেশে সার্বিক তদারকি সম্ভব না হওয়ায় সঠিক আমল আখলোক থেকে দুরে সরে যাচ্ছে। এমতাবস্থায় মাদরাসা কর্তৃপক্ষ বিভাগভিত্তিক শিক্ষকগণের তত্ত্বাবধানে অনলাইন ক্লাশের ব্যবস্থা করেছে। বিভাগভিত্তিক নিন্মোক্ত ইমাে নম্বরের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ক্লাস হবে ইনশাআল্লাহ। সকল অভিভাবকগণকে বিভাগ অনুযায়ী ইমোতে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

তাহফিজুল কোরআন বিভাগ = ০১৬১৯-৫৩২৭৫৬


প্রত্যেহ সকাল-৯.০০ থেকে ১২.০০ পর্যন্ত এবং দুপুর ২.০০ থেকে ৩.৩০ পর্যন্ত। সময় পরিবর্তন হলে জানানো হবে।

নাযেরাহ বিভাগ = ০১৬১৯-৫৩২৭৫৬


প্রত্যেহ সকাল-৯.০০ থেকে ১২.০০ পর্যন্ত এবং দুপুর ২.০০ থেকে ৩.৩০ পর্যন্ত। সময় পরিবর্তন হলে জানানো হবে।

সমন্বিত নুরাণী বিভাগ ও কিতাব বিভাগের দিকনির্দেশনার জন্য ০১৮২৯-৫৩২৭৫৬ নম্বরে যোগাযোগ করে নিলে ভালো হয়।


বাংলা

উপরের বক্সে লিখুন

Please wait...